দেশজুড়ে

শেরপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন হুইপ আতিক

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৪:১১:৫৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে কাস্তে হাতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে কৃষকের ধান কেটে দিলেন জেলা লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্রামের কৃষক তমজুদ্দিনের ৯০ শতক জমির পাকা ধান কাটেন তারা

করোনার এই সময়কালে লকডাউন পরিস্থতে শ্রমিক সংকট আর্থিক সংগতির অভাবে পাকা ধান কাটতে না পারা কৃষকও এতে দারুণ খুশি ধান কাটায় এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দর আলী, জেলা ছাত্রলীগের সভাপতিসাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন

হুইপ আতিক এমপি বলেন, আমরা জেলা লীগের পক্ষ থেকে কৃষকের মনে সাহস যোগাচ্ছি, তাদের মনোবল বৃদ্ধির করতে কৃষকের ধানকাটার জন্য তাদের পাশে আছি আজকে এটার উদ্বোধন করা হলো, পর্যায়ক্রমে এটা সদরের ১৪ ইউনিয়নেই এভাবে ধান কাটা হবে

শেরপুর খামারবাড়ীর হিসাবমতে, জেলায় এবার ৮৯ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে জেলা পুলিশ, জেলা ছাত্রলীগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছশ্রমের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাঁড়িয়েছে

আরও খবর

Sponsered content

Powered by