দেশজুড়ে

কাহারোলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি 

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৯:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে চলতি মৌসুমের বোরো ধান কৃষকের নিকট থেকে সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে  বৃহস্পতিবার বেলা ২টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চলতি বোরো মৌমুমে সরাসরি কৃষকের নিকট থেকে সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা দরে ১ হাজার ৪৮ মে. টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৪৮ জন কৃষক বাছাই করার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি মনিরুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মৌসুমী আক্তার, কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল আহাদ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মো. শাকিল আহমেদ, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলামসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

আরও খবর

Sponsered content

Powered by