প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৩:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে ফসলি জমির ওপরের অংশ (টপসয়েল) কাটার অপরাধে আবদুল মান্নান (৪৫) নামে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ মার্চ) বিকেলে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ডেভার বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ বলেন, ফসলি জমির ওপরের অংশ (টপসয়েল) কাটা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী মো: আবদুল মান্নান নামে একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।