চট্টগ্রাম

বোয়ালখালীতে বিষপানে তরুণীর মৃত্যু 

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে বিষপানে তরুণীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সুবাইতা নাহিদ (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নিজ শয়ন কক্ষে বিষপানের পর সুবাইতা নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় সে। 

নিহত সুবাইতা নাহিদ বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিতাপচর গ্রামের আদু খাঁ বাড়ির মো. মনিরুল ইসলামের মেয়ে।

নিহত সুবাইতা নাহিনের মা হাসিনা বেগম বলেন, বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি।সোমবার বিকাল ৪ টায় বাসার একটি কক্ষে সকলের অজ্ঞাতসারে বিষপান করে নাহিদ। বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে নাহিদ। এ বিষয়ে বোয়ালখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, এ বিষয়ে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content