দেশজুড়ে

কেশবপুরে ঋণের দায়ে জর্জরিত স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ঋণের দায়ে জর্জরিত হয়ে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে যশোরের কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিগহতরা হলেন, গোপসেনা গ্রামের শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)।

পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন লোকজন, সুদখোর ও এনজিওর ঋণে জর্জরিত শামীম হোসেন। এসব নিয়ে পারিবারিক কলহের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। একপর্যায়ে, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। তাদের সংসারে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই হতাশা ও কলহে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে, ময়না তদন্ত রিপোর্ট হাতে না পেলে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও খবর

Sponsered content

Powered by