প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৬:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান পরিচালনা করেছে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম।
সোমবার (৩ মার্চ) দুপুরে বোয়ালখালী পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এ সময় উপস্হিত ছিলেন,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম সারোয়ার, বোয়ালখালী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাত্তার।
এ সময় বোয়ালখালী পৌর সদরে এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান, রেললাইনের উপর যত্রতত্র অবৈধ ভ্রাম্যমাণ দোকান,ফুটপাতের উপর হকার উচ্ছেদ কার্যক্রম ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরে, বড় বাজারে সয়াবিন তেলসহ রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।
পৌরসভা সদরে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার সহ মোট ৪টি ভিন্ন মামলায় ১৭ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ বলেন,রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।