
বর্ণাঢ্য আয়োজনে আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বোয়ালখালী প্রেসক্লাবের দুই দিনব্যাপী
ফ্যামিলি ট্যুর ও আনন্দ ভ্রমণ-২০২৬।
গত ১৭ ও ১৮ জানুয়ারি পর্যটন নগরী কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও নৈসর্গিক সৌন্দর্যের বেলাভূমিতে স্ত্রী-সন্তানদের নিয়ে প্রানের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যরা।
শনিবার সকাল ৮ টায় বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট মডেল স্কুলের মোড় থেকে আল্লাহর দরবারে দোয়া এবং প্রার্থনার মাধ্যমে দুইটি বাসে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে আনন্দ ভ্রমণে যাত্রা শুরু করেন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যরা। এরপর কক্সবাজারে পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান তারা। দিনভর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর পরই শুরু হয় একেরপর এক অনুষ্ঠানমালা।
দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, হাউজিসহ আরো নানা আয়োজন অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। র্যাফেল ড্র-এ ছিল একাধিক আকর্ষণীয় পুরস্কার।
১৭ থেকে ১৮ জানুয়ারি দুইদিনের কর্মসূচিতে ছিল, লাবনী সী বিচের স্বচ্ছ পানিতে গোসল- সাঁতার ও ছবি তুলা, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লাবনী সী বিচ, সুগন্ধা সী বিচ, ইনানী সী বিচ, ফিসওয়ার্ল্ড,পর্যটন স্পটে ঘুরা ও ফটোসেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। এলাকায় ফিরে আসার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুই দিনের সফল আনন্দ ভ্রমণের।
অনুষ্ঠানকে সফল করতে যারা বুদ্ধি,পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো:সিরাজুল ইসলাম।