প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (০৯.০২.২৫) বিকেলে শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ বন বিষয়ক সম্পাদক মিয়া হাসাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন, বোয়ালমারী সরকারি কলেজর সাবেক জিএস বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জায় সাহা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আলী সাকু ফকির, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস মোল্যা, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ রাকিবুল হাসান ফিয়াম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান কদর, মৎস্যজীবি দল নেতা মো. রেজাউল মেম্বার, কৃষক টুনু মোল্যা প্রমুখ।