দেশজুড়ে

বোয়ালমারীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১০:০৬ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত 

ফরিদপুরের বোয়ালমারীতে আবহমান গ্রাম বাংলার হারিয়া যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত মোহনপুর-শিবানন্দপুর মডেল মাদরাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে গ্রামবাসীকে বাড়তি আনন্দ দিতে এ লাঠি খেলার আয়োজন করা হয়।

এ লাঠি খেলা দেখতে মাদরাসা মাঠের চার পাশ ঘিরে ছিল দূর দূরান্ত থেকে আশা সাধারন নারী,পুরুষ, কিশোর,কিশোরী, বয়োবৃদ্ধ-বৃদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ। 

এসময় মাদরাসা মাঠ যেন আনন্দে উল্লাসে ভরে উঠেছিল। হারিয়ে যাওয়া সাংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছিলেন মাদরাসা কতৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন রাফী। অত্র মাদরাসার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  ব্যবসায়ী সুমন খাঁন, অত্র মাদরাসার প্রধান শিক্ষক কবির মোল্যা, শিক্ষক আল আমিন প্রমুখ।