দেশজুড়ে

বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫১:০৮ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সদস্য সাইদুল ইসলাম সোহরাবকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটককৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলার সদস্য ও বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সিনিয়র সহসভাপতি  সাইদুল ইসলাম সোহরাব গুনবহা কামারগ্রামের আব্দুল মান্নান শেখ রুস্তুমের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৪জানুয়ারি) বিকেলে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফুলতলা নামক স্থান থেকে তাকেসহ দুই জনকে আটক করা হয়। পরে তাকে বুধবার ভোরে আলফাডাঙ্গা থানায় সপর্দ করা হয়েছে বলে জানায় বোয়ালমারী থানা পুলিশ। 

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ আমার দেশকে জানান, ১৩ আগস্টে আলফাডাঙ্গায় বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের হয়। মামলা নং ৩। এ মামলার অজ্ঞাত নামীয় আসামী তিনি। আসামীকে আটক করেন বোয়ালমারী থানা পুলিশ। 

বুধবার দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী একই গ্রামের লিটন শেখ ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সাথে থাকার কারণে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে আমার দেশকে নিশ্চিত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ান।