বরিশাল

নেশার টাকা না দেয়ায় ভাইয়ের ক্ষেত বিনষ্ট করলো বড় ভাই

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ৭:০২:৪৯ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় নেশার টাকা না দিতে পারায় ভাইয়ের ১৫ কাটা জমির সবজি ক্ষেত বিনষ্ট করে দিয়েছে বড় ভাই। মঙ্গলবার বিকেল চারটায় পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বড় ভাই রুস্তম আলীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ছোট ভাই মারুফ হোসেন।

মারুফ হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের কদম আলী ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন জানান, বড় ভাই রুস্তম বিভিন্ন সময়ে নেশার জন্য টাকা নিতো। সবশেষ সোমবার রাতে আমার কাছে পাঁচ হাজার টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তখন আমাকে গালাগাল করে এবং হুমকি দেয়। এরপর মঙ্গলবার সকালে আমার ১৫ কাঠা জমিতে রোপণ করা লাউ, শসা, পালন শাক সহ শীতকালীন চাষ করা সবজি কেটে নষ্ট করে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করে। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রুস্তম আলী জানান আমি রাগে কিছু গাছ কেটেছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। এবং আইনি সহায়তা পেতে যা দরকার উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by