দেশজুড়ে

বোয়ালমারীতে যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৩:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং ৩।

মামলা সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে (৩মার্চ) বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা গঞ্জর শেখের ছেলে মাহফুজুর শেখের বাড়ি থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী। মাহফুজুর শেখের (৪০) কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও একই গ্রামের মৃত দাউদ শেখের ছেলে কবির শেখের (৪০) কাছ থেকে ৬০ পিচ ইয়াবা, সোলাইমান শেখের ছেলে রিপন শেখের (৪৫) কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা এবং হাবিবুর রহমানের ছেলে তুষার মাতুব্বর (২৪)’র কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার ভোরের দিকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে পৌরসভার কামারগ্রামের মাহফুজুর শেখের বাড়ি থেকে একই স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content