বরিশাল

অভিযান-১০ লঞ্চে নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবারের পাশে পাথরঘাটা জমিয়াতুল মোদার্রেসিন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৪:৪৭:৩৮ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে নিহত বরগুনার পাথরঘাটার মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টারের পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেসিন পাথরঘাটা।

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের স্ত্রী হনুফা বেগমের কাছে নগদ টাকা সহায়তা প্রদান করেন সংগঠনের নেতারা।

আব্দুল রাজ্জাক মাষ্টার পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কালমেঘা সোনালী মাদ্রাসার শিক্ষক ছিলেন। গত বছরের ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আবদুর রাজ্জাক মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তার স্ত্রী হনুফা বেগম ও মেয়ে রুবি আক্তার কোন মতে বেঁচে ফিরেছেন।

পাথরঘাটা উপজেলা জমিয়েতুল মোদার্রেসিনের সভাপতি ও পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক ভোরের দর্পনকে জানান, দীর্ঘদিন পর হলেও আমরা জমিয়াতুলের মাধ্যমে এই মাদ্রাসা শিক্ষকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা আপাতত ৫২ হাজার টাকা সহায়তা করেছি। ভবিষ্যতে এই পরিবারের পাশে থাকবেন বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by