
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্রাপাড়া নামক স্থানে ঢাকা -সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা ১০০ কেজি গাঁজা ও ১ টি ট্রাক সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। আজ দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোপন সংবাদের ভিওিতে গতকাল রাতে সরাইল উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কে কোট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা ১টি ট্রাকে ১০০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন,রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ ও আবদুর রউফ রবিন ।
গ্রেফতারকৃত ৩ জনকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আজ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।