দেশজুড়ে

ব্রাহ্মণবাড়ি্যায় অগ্রণী ব্যাংকের এজেন্ট কোটি টাকা হাতিয়ে উধাও

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ৭:৫৭:১৭ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়ি্যায় অগ্রণী ব্যাংকের এজেন্ট কোটি টাকা হাতিয়ে উধাও

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২নং চান্দুরা ইউনিয়নে আমতলী বাজার অগ্রণী ব্যাংকের এজেন্ট গ্রাহকের কোটি টাকা হাতিয়ে গত এক সপ্তাহ ধরে আত্মগোপনে হোসেনপুর গ্রামের হাজী আব্দুরনুর মোল্লার ছেলে আঞ্জব আলী।


২০১৮ সালে বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেড চান্দুরা বাজার শাখার সংযুক্ত এজেন্ট (আমতলী বাজারে) অগ্রণী ব্যাংক লিমিটেড (দুয়ার) নামক যাত্রা শুরু করে, ২০২৩ সাল পর্যন্ত গ্রাহক সংখ্যা প্রায় আড়াইহাজার একাউন্টে দৈনিক কোটি টাকার লেনদেন করে আসছিল, একক এজেন্ট মালিকানায় আঞ্জাব আলী।


এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে এলাকারই গ্রাহক সেবা গ্রহীতাদের কাছে সুকৌশলে নৈকট্য অর্জন করে অগ্রণী ব্যাংকের নিয়ম বহির্ভুত কাজ শুরু করে, গ্রাহকদের দৈনন্দিন জমার টাকা একাউন্টে জমা না দিয়ে, অনুমোদন বিহীন হাতের লেখা ব্যাংকের স্লিপ, স্ট্যাম্প ব্যবহার করে, গ্রাহকের সাথে প্রতারণা করে ও পরিশেষে কিছু সংখ্যক গ্রাহকের একাউন্টের টাকা ফিঙ্গার নিয়ে ২দিন ৫দিন পর টাকা দিবে বলে উত্তোলন করে নিজ পকেটে ঢুকিয়ে প্রতারণা করেন।


জানা যায় গত ৩রা আগস্ট বৃহস্পতিবার থেকে এজেন্ট আমতলী বাজার ব্যাংক তালা বদ্ধ অবস্থায় দেখা গেলে উক্ত ব্যাংক গ্রাহকরা কোন না কোনভাবে হেরফের টের পেয়ে, সারি সারি লাইনে চান্দুরা বাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখায় ভিড় জমতে দেখা যায়। এরই মাঝে কিছু লোকের সাক্ষাত মেলে সাতগাঁও গ্রামের সারোয়ার আলম তার কষ্টের ১লক্ষ ৭০হাজার, ইছাপুরা ইউনিয়নের বিদেশগামী মাহফুজ মিয়ার ২লক্ষ, সাতগাঁও গ্রামের হুমায়ুন মিয়ার ২লক্ষ টাকা এভাবে অগণিত গ্রাহকের কোটি টাকার উপরে
আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে আমতলী বাজার কমিটির সেক্রেটারী আফজাল হোসেন বলেন, আমি বিষয়টা শুনেছি, কিন্তু কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে বলেনি।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক দুয়ার সার্ভিসের চট্টগ্রাম ডিভিশন কোম্পানিস এন্ড রিলেশন কনসালটেন্ট আবু জাহিদ মো: শামসহেদ বলেন, সেটা আমি শুনেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে বসেছি এবং যদি সেই এজেন্ট নিয়ম বহির্ভূত কোন কাজ করে থাকে খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের ক্ষতিগ্রস্তের কথা জিজ্ঞেস করলে, আপাতত এক সপ্তাহ পরে তারা সিদ্ধান্ত নিয়ে
বলতে পারবেন বলে জানান। গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয় বিবেচনা চোখে দেখা হবে।

আরও খবর

Sponsered content

Powered by