খুলনা

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মানববন্ধন

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালু সহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবিতে নওয়াপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঘোষণা করা হয়েছে কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি। মঙ্গলবার সকালে অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেয় জলাবদ্ধতার শিকার হাজার হাজার নারী-পুরুষ। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, মণিরামপুরের সাবেক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, আন্দোলন কমিটির নেতা শেখ আয়ুব হোসেন, আব্দুর রউফ মোল্যা, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by