প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৬:০২:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ডুবেছে নগরীর বেশিরভাগ এলাকা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
নগরীর বেশিরভাগ নিচু এলাকা হাঁট থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। ডুবেছে সড়ক, অলি-গলি। জলাবদ্ধতার কারনে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। পানি ডুকেছে বাসাবাড়ি, দোকানসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের অগ্রাবাদ,হালিশহর, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ,বাকলিয়া, ২ নং গেইট সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর পরিমান পানি দেখা যায়। নিচু এলাকায় জলাবদ্ধতার কারনে গাড়ির সংখ্যাও কম। যথা সময়ে গন্তব্যে যেতে পারছেন না কেউই। পথচারী মো. সজিব বলেন বৃষ্টি হলেই চট্টগ্রামের সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোনো কোনো সড়কে রিকশা ছাড়া চলাফেরা করা যায় না।এ কারনে রিকশা ভাড়াও বেড়ে যায়। বছরের পর বছর এ ভোগান্তি যেন শেষ হচ্ছেন না।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত পূর্বতবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। আগামী ৪৮ ঘন্টায়ও চট্টগ্রামে ভারি ও অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষনের সাথে পাহাড় ধ্বসের আশঙ্কাও রয়েছে।