প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৭:৩২:১২ প্রিন্ট সংস্করণ
মো: শাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় ফিরোজা খাতুন (৪৪) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা প্যাট্রিয়ট স্পিনিং মিলের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের শহিদ আলীর স্ত্রী ভরাডোবা প্যাট্রিয়ট স্পিনিং মিলের শ্রমিক ফিরোজা খাতুন ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ফ্যাক্টরীর সামনে দিয়ে মহাসড়ক পার হতে গিয়ে ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে