দেশজুড়ে

ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ১১:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভাসানচরে এই প্রথম রোহিঙ্গা শিশু জন্ম নিল। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় শিশুটি। তাদের তৃতীয় সন্তান এটি। শুক্রবার (১১ ডিসেম্বর) শিশুটি জন্ম নেয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দলের সঙ্গে ভাসানচরে নতুন ঠিকানায় পা রাখে পরিবারটি। 

এসব তথ্য নিশ্চিত করে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, শুক্রবার ভোরে ভাসানচরে আশ্রিত এক রোহিঙ্গা দম্পতির ঘরে শিশুসন্তান জন্ম নেয়। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন। তাদের ঘরে এটি তৃতীয় সন্তান।

মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হামলা, নিপীড়ন ও হত্যার কারণে ২০১৭ সালের ২৫ আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এ ছাড়া এর আগে এসে আশ্রয় নিয়েছিল বিপুলসংখ্যক রোহিঙ্গা। বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে ১১ লাখ। এ পরিস্থিতির মধ্যেই রোহিঙ্গাদের উখিয়া ও টেকনাফের ঘিঞ্জি ক্যাম্পগুলো থেকে সরিয়ে আরও নিরাপদে রাখতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে নিজস্ব অর্থায়নে বিপুল ব্যয়ে আশ্রয় ক্যাম্প নির্মাণ করে সেখানে পাঠানোর উদ্যোগ নেয় সরকার।

সর্বশেষ, (৪ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা হাসিমুখে অবশেষে পা রাখেন। এর আগে ভাসানচরে যেতে আগ্রহী এসব রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে গত বৃহস্পতিবার গাড়িতে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by