দেশজুড়ে

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে শুরু হতে যাচ্ছে করোনা পরীক্ষা

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৪:২৩:২৪ প্রিন্ট সংস্করণ

দিদারুল আলম, নোয়াখালী : অনেক অপেক্ষা শেষে অবেশেষে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে শুরু হতে যাচ্ছে কোভিড১৯ ভাইরাস পরীক্ষাআগামী মে (শুক্রবার) থেকে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে বলে জানান কলেজ কর্তৃপক্ষইতোমধ্যে কলেজকে পরীক্ষার জন্য ২৪টি টেস্ট কীটও সরবরাহ করা হয়েছে

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক, সিভিল সার্জন কার্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রচেষ্টায় করোনা পরীক্ষার জন্য কলেজকে আরটিপিসিআর মেশিন সরবরাহ করা হয়

কলেজ কর্তৃপক্ষ জানান, আরটিপিসিআর মেসিনসহ কিছু ল্যবা সামগ্রী সরবরা করা হলে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী ল্যাবে করোনা পরীক্ষা সম্ভব উল্লেখ করে স্বাস্থ্য বিভাগকে এপ্রিল মাসের শুরুর দিকে একটি চিঠি দেয় কলেজ কর্তৃপক্ষপরে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক সিভিল সার্জন বিষয়টি পুনরায় প্রধান মন্ত্রীকে অবহিত করলে ৮এপ্রিল সিডিসি থেকে ল্যাব পরিদর্শনে আসেএক পর্যায়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি আরটিপিসিআর মেশিন থেকে একটি মেশিন দিয়ে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিয়ে স্বাস্থ্য বিভাগ থেকে চিঠি আসেতার পরই নোবিপ্রবির সার্বিক সহযোগিতায় মেশিন সরবরাহ করা হয় মেডিকেল কলেজকে

ইতোমধ্যে ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়েল্যাব ট্যাকনোলজিস্ট সঞ্জিব পালকে জনস্বাস্থ্য বিভাগ থেকে টেস্ট কীট সুরক্ষা সামগ্রী গ্রহণের জন্য কলেজ থেকে ক্ষমতাপত্রও দেওয়া হয়েছে। 

অধ্যক্ষ, আব্দুল মালেক উকিল মেডিকেলের অধ্যাপক ডা. আব্দুছ ছালাম জানান ল্যাব শুরু করার জন্য অত্যন্ত দ্রæততার সাথে কাজ করছিঅবকাঠামোগত কাজ শেষআগামীদিন মেশিন ইনস্টল করার জন্য ঢাকা থেকে টিম আসবেতারা কাজ করে মেশিন রান করানোর পর আমরা টেস্ট বেসিচে করতে পারবো। 

আরও খবর

Sponsered content

Powered by