বাংলাদেশ

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

  প্রতিনিধি ২৫ মে ২০২০ , ৯:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। আজ সোমবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানীর বিভিন্ন স্থান হতে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর এসেছে। এরপর অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি।

বাংলাদেশের উত্তর-পূর্বে ভারতের মণিপুর রাজ্যে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে ঢাকাও।

সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে মণিপুরের কাচিং শহরের কাছে এটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ওই ভূমিকম্পের ফলে ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল কেঁপে উঠেছে বলে খবর মিলেছে।

তবে মণিপুর বা বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও খবর

Sponsered content

Powered by