খুলনা

ভেড়ামারায় ব্যবসায়ীর অফিস ও গোডাউন গুড়িয়ে দিল সন্ত্রাসীরা

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:০০:৪১ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীর অফিস ও গোডাউন গুড়িয়ে দিয়ে গোডাউনে থাকা মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বারোমাইলে একতারা ব্রিকস নামের একটি ইটভাটার অফিস ও গোডাউন এস্কেভেটার দিয়ে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ওই প্রতিষ্ঠানের মালিক মো. শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে পার্শবর্তী যোলদাগ গ্রামের মৃত আজিজুল পরামানিকের ছেলে মমিন পরামানিক ও বারোমাইলের শহিদুল মালিথার ছেলে সুমন মালিথার নেতৃত্বে ২০/২৫জনের একটি সংঘবদ্ধদল এস্কেভেটার দিয়ে আমার অফিস ও গোডাউন গুড়িয়ে দেয় এবং গোডাউনে থাকা ইট তৈরীর সরঞ্জাম ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় এবং ইটভাটার রাস্তাটি এস্কেভেটার দিয়ে মাটি খুড়ে চলাচলের অযোগ্য করে দেয়। ভাংচুর ও লুটপাটের এই ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এমনটা দাবী করে, মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই ব্যবসায়ী। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল জানান, একতারা ব্রিকসে ভাংচুর ও লুটপাটের ঘটনা তদন্তে সেখানে একটি টিম পাঠানো হয়েছিল। ঐ ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by