ঢাকা

রাজবাড়ীতে ৬টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৪:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

 

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত জেলার ৬টি ইটভাটা বুলডেজার(এস্কভেটর) দিয়ে গুড়িয়ে দিয়েছে। এ অভিযানে রাজবাড়ী ইটভাটা মালিক সমিতির মালিকের ভাটাও বাদ যায়নি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি)সকাল ৭টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযান শুরু হয়। ফরিদপুরের পরিবেশ অধিদফতরের উপপরিচালক এ ইচ এম রাসেদ জানান,পরিবেশ অধিদফতারের ঢাকার টিম এ অভিযান পরিচালনা করছে। পরিবেশ অধিদফতরের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ সাদেকুর রহমান সবুজ এ অভিয়ানে নেতৃত্ব দেন। তিনি জানান, রাজবাড়ী শহর এলাকায ৪টি এবং কালুখালী-পাংশা উপজেলায দুটি মোট ৬টি ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়। একই সাখে ফায়ার স্টেশনের গাড়ি ব্যবহার করে অবৈধ ভাবে স্থাপন করা ভাটার আগুন নেভানোর কাজ করছে। উপপরিচালক আরও জানান,আইনগতভাবে যাদের ভাটার কাগজপত্র আছে তাদের কোন সমস্যা নেই। রাজবাড়ী শহরের মধ্যে যে ভাটাগুলো ভেঙে দেয়া হয়েছে সেগুলো হচ্ছে,আকতারুজ্জামান হাসানের (জেআইবি) সরদার এন্ড ব্রাদার্সের মালিক আফসার আলী সরদার,এনআইবি ব্রান্ডের মালিক নুরুল ইসলাম মিয়া । অন্যগুলো পাংশায়। ভাটামালিক গ্রুপের সভাপতির ফোন করলে তিনি ফোর রিসিভ করেননি। সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানান,কোটি কোটি টাকা ব্যয়ে ইটভাটা নির্মাণ করে আকস্মিভাবে ভাটা ভেঙে ফেললে অনেক মালিক পথে বসে যাবে। একেকটি ভাটার কমপক্ষে ২শ‘ লেবার কর্ম করে খায়। তিনি আরও বলেন,ইটভাটার এখন মুখ্য সময়, এভাবে ভাটা ভেঙে দিলে উন্নমূলক কর্মকাণ্ড ব্যহত হবে।ইটের দাম বেড়ে যাবে। আগে নোটিশ দিয়ে ভাংলে অনেক মালিক সতর্ক হতো

আরও খবর

Sponsered content

Powered by