দেশজুড়ে

ভোলার দৌলতখানে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার।

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৬:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

 

মো: শাইদুল ইসলাম পলাশ: ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের  দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েল নামের মুদি ব্যবসায়ীর বসত ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন । গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান  ফোর্স সহ অভিযান চালিয়ে  সরকারি ৩৮ বস্তা চাল সহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে। এসব চাল ১০ টকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির বলে জানা যায়। এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি ৩৮ বস্তা চাল সহ দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৮ বস্তা চাল দুই আসামি থানা হেফাজতে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত ত্রাণের চাল চরখলিফা ইউনিয়ন পরিষদের মেম্বার মিলন খানের মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তিনি দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান ও চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুখানের চাচা। এ ঘটনায় এলাকায় অচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পরেছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। 

আরও খবর

Sponsered content

Powered by