রাজশাহী

কালাইয়ের ভুগইল ব্রিজটি যেন মরণ ফাঁদ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৪:১১:৩৪ প্রিন্ট সংস্করণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

‘এলজিইডি’র অর্থায়নে নির্মিত জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ-আনু ফকিরেরহাট সংযোগ সড়কের ভুগইল সরকারপাড়া ব্রিজটির যেন মরণ ফাঁদ। ব্রিজটির প্রায় অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকাবাসী। যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনাসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় জনগণ উদ্বিগ্ন। ভুক্তভোগীরা ব্রিজটির দ্রæত সংস্কার দাবি করেছেন।

ভুগইল গ্রামের নাজমুল হুদা সরকার, মারজুল সরকার ও বেলাল সরকারসহ অনেকে জানান, প্রায় দুই বছর আগে রাস্তাটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই ব্রিজটি ভেঙে যায়। সেই থেকে বরাবর এখানে ছোট খাট দুর্ঘটনা লেগেই আছে। তাই তাদের দাবি, দ্রæততম সময়ের মধ্যেই ব্রিজটি সংস্কার করা হোক।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন সরকার জানান, এ রাস্তার দুপাশের বিভিন্ন মাঠে সারা বছর প্রচুর পরিমাণে বেগুন, করলা, ঝিঙা, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, মরিচ, পোটল, আলুসহ রকমারি সবজি চাষ হয়। এ জন্য বরাবরই ট্রাক, পিকআপ, অটোভ্যান, ভটভটিসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। তাই মনে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। কালাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, আগামীতে অর্থ বরাদ্দ আসলেই ব্রিজটি মেরামত বা পুনঃনির্মাণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by