প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ৪:১৮:৫৩ প্রিন্ট সংস্করণ
সম্রাট সিকদার, মতলব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গবীর-দুঃখী, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ডিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচী চলমান।
তারই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল শনিবার সকাল থেকে চাঁদপুর মতলব উত্তরের ৫ নং দূর্গাপুর ইউনিয়নের আওতায় ১ হাজার ৮শ ৯৭ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ডিজিএফ’র চাল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমটি উপস্থিত থেকে তদারকি করেন দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ডিজিএফ’র চাল আমার ইউনিয়নের আওতাধীন পরিবারগুলোর মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। সকলেই তাদের প্রাপ্য ১০ কেজি করে চাল সুন্দর মতো পেয়েছে।’
চাল নিতে আসা একজন জানান, ‘আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশী। আমরা সঠিক মাপে আমাদের প্রাপ্য বুঝে পেয়েছি।’
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ইউপি সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।