আন্তর্জাতিক

মদ খেয়ে এক বাইকে ৪ বন্ধু, দুর্ঘটনায় সবাই নিহত

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ

মদ খেয়ে এক বাইকে ৪ বন্ধু, দুর্ঘটনায় সবাই নিহত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজা দেখে বাড়ি ফেরার পথে নদিয়ার তেহট্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চার তরুণের। 

কানাইখালি রাজ্য সড়কের উপর দিয়ে একটি মোটরসাইকেলে চেপে রাড়ি ফিরছিলেন চার বন্ধু। এ সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে।

দুর্ঘটনাটি ঘটে রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় বাকি দু’জনেরও মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, চার বন্ধু মাতাল অবস্থায় ছিলেন। নিহতদের নাম সুমন মণ্ডল (১৯), তন্ময় বিশ্বাস (২০), দ্বীপ মণ্ডল (২২) এবং মণীশ বিশ্বাস (২০)। মণীশের বাড়ি তেহট্ট থানা এলাকারই ছিটকা গ্রামে। বাকি তিন জনের বাড়ি আস্তুল্লানগর গ্রামে।

এলাকাবাসী জানায়, চার বন্ধু বাইক নিয়ে করিমপুরে গিয়েছিলেন সরস্বতী পুজা দেখতে। সেখান থেকে ফেরার পথে রাজ্য সড়কের ধারে একটি মদের দোকানে দাঁড়ান তারা। সেখানে মদ্যপান করে ফের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

চার আরোহীকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি।ছিটকে পড়ে যান চার বন্ধু। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তারা। 

প্রথমে নাজিরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় বাকি দু’জনের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সময়ে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল। মাতাল অবস্থায় থাকা এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। 

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তেহট্ট মহকুমা পুলিশ কর্মকর্তা শুভতোষ সরকার জানিয়েছেন, রোববার রাতে বাইক দুর্ঘটনায় দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তারা মারা যান।

আরও খবর

Sponsered content