আন্তর্জাতিক

ফের সেনাবাহিনীকে নিয়ে ‘বোমা ফাটালেন’ ইমরান

  প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৮:২১:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফের একহাত নিয়েছেন। ইমরান খান দাবি করেছেন, পরবর্তী নির্বাচনে তার দলকে জয় থেকে রুখে দিতে চায় পাকিস্তানের সামরিক এস্টাব্লিশমেন্ট।

গত শুক্রবার ব্লুমবার্গকে লাহোরের বাসভবন থেকে সাক্ষাৎকার দিয়েছেন পিটিআই প্রধান। সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও সামরিক বাহিনীর লোকেরা দলের সমর্থকদের গ্রেপ্তার করছে। এর মাধ্যমে তারা পিটিআইকে ধ্বংস করতে চায়।
advertisement

ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে আকস্মিকভাবে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই-এর সমর্থকরা দেশটির সরকারি ও বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এরপর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
ইমরান খানের গ্রেপ্তার ঘিরে ব্যাপক সহিংসতা শুরু হয়

আরও খবর

Sponsered content

Powered by