দেশজুড়ে

মনিরামপুরে তাবু ঢাকা ২টি ট্রাকে মানুষের দল

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৭:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: তখন ঘড়ির কাটা সাড়ে ৯টা ছুঁই ছুঁই। করোনারোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে যশোর-সাতক্ষীরা মহাসড়ক যশোরের মণিরামপুর পৌরশহর অনেকটাই ফাঁকা। এর মধ্যে তাবু ঢেকে ঢাকা মেট্রো- ড- ১১-৫১৫৫ নম্বরধারী ট্রাক পৌর শহরের গোহাটা মোড় পার হচ্ছে। এ সময় পৌর শহরে টহলরত আইনশৃংখলা বাহিনীর সন্দেহ হয়। তারা ট্রাকটি দাঁড় করিয়ে কি আছে? জিজ্ঞাসা করতেই ট্রাকড্রাইভার কাচুমাচু হয়ে উত্তর দেয় কাঁচামাল আছে। ট্রাকচালকের অসংলগ্ন কথাবার্তায় তাদের সন্দেহ আরো ঘনিভূত হয়। ট্রাক চালককে তাবু খুলতে বলেলে সে রাজি হয় না। এক পর্যায় উপস্থিত আইন শৃংখলাবাহিনীর সদস্যদের চাপে তাবু খুলতেই বেরিয়ে এলো ৬ মাসের শিশুসহ নারী-পুরুষের দল। এ ঘটনার আধা ঘন্টা পরেই একইভাবে ঢাকা মেট্রো-ট-১৮-৩০০৩ নম্বরধারী আরো একটি ট্রাকের তাবু খুললে বেরিয়ে আসে শিশুসহ নারী-পুরুষের দল। এরা সবাই ঢাকার মানিকগঞ্জ ও কুমিল্লার ইটভাটা শ্রমিক বলে তারা জানায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্য ট্রাক দু’টি পাশেই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। সেখানে পুরো তাবু খুলে ট্রাক চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ট্রাকের কাগজ-পত্র পরীক্ষা ও ট্রাকে থাকা শিশুসহ নারী-পুরুষের সংখ্যা হিসেবে করা হয়। এসময় ট্রাক দু’টি ও ট্রাকে থাকা লোকজনকে জীবাণু নাশক স্প্রে করা হয়। ট্রাকড্রাইভার নূরুল ইসলাম বলেন, তিনি কিছুই জানেনা। তার মালিক যশোরের আরবপুরের স্বপনই সব কিছু বলতে পারবেন। ট্রাকে থাকা ইসলাম জানায়, তারা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেসার্স এ.কে.বি এন্ড কোং নামের একটি ইটভাটায় কাজ করে। তাদের মধ্যে ৪ জনের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এবং বাকীদের বাড়ী খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।
অফর ট্রাকচালক কোরবান আলী জানায়, তার মালিক যশোরের ঝিকরগাছা উপজেলার গোলাম মোস্তফা। তাদের কুমিল্লা থেকে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিয়ে যাবার কথা। এ ট্রাকে আসা শফিকুল ইসলাম জানায়, তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শাহাজাহান ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটায় কাজ করে। গত শনিবার সন্ধ্যায় তারা রওনা দিয়েছে। উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার উপস্থিত সাংবাদিকদের জানান, তাবু খুলে দেয়া হয়েছে। এরপর কেশবপুর ইউএনও স্যার জিম্মায় নিয়ে সাতক্ষীরা প্রশাসনকে বুঝে দিবেন।

আরও খবর

Sponsered content

Powered by