চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৭৯ মন্দিরে পুলিশের বই বিতরণ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ৭৯টি মন্দিরে ধর্মীয় ১ হাজার বই বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শহরের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন শেষে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শহরের শ্যাম সুন্দর জিউর আখরা মন্দিরে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার ও সাধারণ সম্পাদক শংকর কুমার মজুমদার প্রমুখ।

পুলিশ সুপার জানান, দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ৫ টি উপজেলার ৭৯টি মন্দিরে “দুর্জেয় দুর্গা” নামে ওইসব বিতরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by