রাজশাহী

মর্গে নারীর মৃতদেহ থেকে স্বর্ণালঙ্কার চুরি, ৩ ডোম কারাগারে

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০৩:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মৃতদেহের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক ৩ ডোমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কার। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি বাহাউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে আদালতের মাধ্যমে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়। তারা হলেন-হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম রানা এবং তার সহযোগী শাহ আলম ও সুমন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ডোমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, গহনা চুরির বিষয়টি আমরা পরে জেনেছি। আর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে রিকশা আরোহী বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী, তার ছেলে আদী ও মেয়ে ছোয়েবা মারা যায়। পরে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ওই শিক্ষিকা ও তার ছেলের মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবার থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হয়। পরে মৃতদেহ রোববার সন্ধ্যায় মর্গ থেকে বাসায় নিয়ে যান পরিবার পরিজন।

এসময় মৃত রুনির শরীরের স্বর্ণালঙ্কার না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পরে সোমবার বিকেলে হাসপাতালের মর্গের ডোম রানা, শাহ আলম, সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এরপর ওই নারীর গলার চেইন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল চুরির কথা স্বীকার করে তারা। পরে তাদের দেয়া তথ্য মতে, অভিযুক্তদের বাসা থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ।

আরও খবর

Sponsered content