দেশজুড়ে

যায়যায়দিন পত্রিকা প্রতিনিধির বাসায় ডাকাতি

  প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৬:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার সাভারে ৩ সদস্যের একটি দল পল্লী বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আরজু মীরের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় তার স্ত্রীর হাত-পা বেঁধে নগত অর্থসহ হিরা এবং সংবাদ সংগ্রহের প্রয়োজনীয় জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়ার রাজাঘাট কবরস্থানের পাশে তার নিজস্ব বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আরজু মীর জানান, সকাল ১১টার সময় তিন সদস্যের ডাকাত দল বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তার স্ত্রীকে হাত পা বেঁধে আলমারিতে রাখা নগদ ২০/২৫ হাজার টাকা, হিরার ১টি আংটি, হিরার ২টি নাকফুল ও সংবাদ সংগ্রহ কাজের ব্যবহৃত একটি ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হাত পা বাঁধা অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Powered by