প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৪১:৪৪ প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার থালিশপুরে গত মঙ্গলবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাসস্ট্যান্ড চত্তরে এসবিকে ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বগার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার নাণ্টু, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে এলাকার অসহাইদের মধ্যে কাঙ্গালী ভোজ বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।