দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ইউএনও-পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ একদিনে আক্রান্ত ২৬

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ১১:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ লাইনের এক সদস্য ও রাণীশংকৈল উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ একদিনে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট করোনাভাইরাস শনাক্ত হয় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের।

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বালিয়াডাঙ্গী ইউএনও ও তার মা, সদর পুলিশ লাইনে কর্মরত একজন, রাণীশংকৈল জনতা ব্যাংকের এক কর্মকর্তাসহ মোট ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, বালিয়াডাঙ্গীতে ৭ জন ও রাণীশংকৈলে ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯১ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শুক্রবার আগস্ট পর্যন্ত সদরে ২৩১ জন, হরিপুরে ৫৪ জন, পীরগঞ্জে ৪৭ জন, রাণীশংকৈলে ৫৯ জন ও বালিয়াডাঙ্গীতে মোট ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৪ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। শুক্রবার নতুন করে ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৭৭৬ জনের নমুনা পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by