দেশজুড়ে

শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ

এমদাদুল হক,শ্রীপুর(গাজীপুর): করোনাভাইরাসের দূর্যোগ মোকাবেলায় দরিদ্র অসহায় কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে  চর্তুথ ধাপে ৮শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান এ্যাড.শামসুল আলম প্রধান ৪০জন তেলিহাটি ইউনিয়নের আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে শুভ উদ্ভোধন করেন

সময় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল,ইউপি সদস্য মোবারক হোসেন,তারেক হাসান বাচ্চু,শফিকুল ইসলাম,দীপক মেম্বার,তেলিহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিক সরকারসহ প্রমুখ

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন,উপজেলা পরিষদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাঠানো চর্তুথ ধাপে হাজার কেজি চাল নগদ ৩৫ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি ইতি র্পূবে কয়েক ধাপে সরকারের বরাদ্ধ আমার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে আমার প্রত্যেকটি ওর্য়াডের মেম্বারদের মাধ্যমে বন্টন করে দিয়েছি তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিবে আমার ইউনিয়নের কেউ যেন না খেয়ে থাকে, প্রত্যেকটি কর্মহীন পরিবারে খাবার দেয়া হবে প্রয়োজনে আমাদের খাদ্য সামগ্রী আরো বাড়ানো হবে বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য কেজি চাল, ২কেজি আলু, কেজি ডাল, লিটার ভোজ্য তৈল

আরও খবর

Sponsered content

Powered by