চট্টগ্রাম

মামলার আসামী হলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তিন নেতা

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৬:২৬:১৫ প্রিন্ট সংস্করণ

মামলার আসামী হলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তিন নেতা

জনগণের অর্থে পরিচালিত চট্টগ্রাম তথা সারাদেশের সবচেয়ে বড় পাবলিক হাসপাতাল চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের বর্তমান পরিচালনা পরিষদের তিন নেতা গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মামলার আসামী হয়েছেন। ছাত্র জনতার নেতৃত্বে পতিত স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে তারা জুলাই বিপ্লবের বিরোধীতা করে এ মামলার আসামী হয়েছেন। মামলার আসামী হওয়া তিন নেতা হলেন হাসপাতাল পরিচালনা পরিষদের ট্রেজারার এসএম কুতুব উদ্দিন, জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ এবং ইসি কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল।

মামলা সূত্রে জানা গেছে, হাসপাতাল পরিচালনা পরিষদের ট্রেজারার এসএম কুতুব উদ্দিন দুই মামলার আসামী হয়েছেন। কোতোয়ালী থানায় ১০ নভেম্বর দায়েরকৃত ১৪নং মামলায় তিনি ২১৬নং আসামী। রাইয়ান নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এককর্মী এ মামলার বাদী। এই নেতার বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায়। ১৬ আগস্ট এরশাদ উল্ল্যাহ কর্তৃক দায়েরকৃত মামলা নং-০৪ এর তিনি নং আসামী।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ আসামী হয়েছেন সদরঘাট থানার একটি মামলায়। নগরীর সদরঘাট থানায় ৪ নভেম্বর মোহাম্মদ মোমেন হোসেন জয় কর্তৃক দায়েরকৃত ১নং মামলায় এই নেতা আট নম্বর আসামী।

হাসপাতালের ইসি কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল আসামী হয়েছেন রাউজান থানার একটি মামলায়। ৪ সেপ্টেম্বর রাউজান থানায় ডাঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে দায়ের করা মামলা নম্বর ৪৪০/২০২৪ এ তিনি দুই নম্বর আসামী।

মামলার আসামী হওয়া তিন নেতার মধ্যে ইতোমধ্যে ডাঃ ফজল করিম বাবুল আদালতে হাজির হয়ে অগ্রিম জামিন নিয়েছেন। বাকী দুই আসামী এখনও জামিন নেননি বলে জানা গেছে। তাদের মধ্যে জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ হাসপাতালে সতর্কভাবে যাতায়াত করলেও আরেক নেতা দুই মামলার আসামী এসএম কুতুবউদ্দিন হাসপাতালে যাতায়াত একপ্রকার বন্ধ করে দিয়েছেন।

আরও খবর

Sponsered content