প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:১৩:০৭ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে মো. বাছির হোসেন মুন্সী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার হাপুরখাড়া গ্রামের সাদাত আলী মুন্সী বাড়ির মঞ্জুরুল আহসান মুন্সী’র দুই বছরের শিশুপুত্র মো. বাছির হোসেন বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল।
এসময় পাশেই তার মা তানিয়া আক্তার রান্না করছিলেন। খেলার এক পর্যায়ে মো. বাছির হোসেন মুন্সী পুকুরের পানিতে পড়ে যায়। রান্নার ফাঁকে তার মা ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুরে গিয়ে মো. বাছির হোসেন মুন্সীর মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে আনেন। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।