চট্টগ্রাম

মিরসরাইয়ে ইউপি সদস্যের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৭:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে ইউপি সদস্যের হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক এক ইউপি সদস্যকে বেদম মারধর করে তার হত ভেঙে দেয়া হয়েছে।

আহত ইউপি সদস্যের নাম জাবেদ হোসেন পলাশ (৪২)। তিনি ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাবেক সদস্য। বুধবার ( ১৬ অক্টোবর) মিরসরাই উপজেলার হাদিফকিরহাট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ইউপি সদস্য জাবেদ হোসেন পলাশের আত্মীয় ইঞ্জিনিয়ার কামরুল আলম জানান, বুধবার রাতে মসজিদে এশা নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথে দুষ্কৃতকারীদের হাতে হামলার শিকার হন ওই ইউপি সদস্য । এতে তিনি গুরুতর আহত ও ডান হাতের কব্জির নিচের হাড় ভেঙে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

আহত ইউপি সদস্য জাবেদ হোসেন পলাশ জানান, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই লোহার রড় স্টিলের পাইপ দিয়ে ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল আমাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। এতে আমার ডান হাত ভেঙে যায়। মসজিদের মুসল্লিরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।