দেশজুড়ে

আগৈলঝাড়ায় অধ্যক্ষকে পদ থেকে বহিস্কার

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৭:১২:৫২ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বাগধা স্কুল এ্যান্ড কলেজে সভাপতি ডা.সিরাজুল ইসলামের সভাপতিত্বে গত সোমবার বিকেলে কলেজের সভাকক্ষে ম্যানেজিং কমিটির এক সভায় অধ্যক্ষ আব্দুর রহমান মিয়াকে কলেজের অধ্যক্ষকের পদ থেকে অব্যাহতি প্রদান করার সিধান্ত গ্রহন করেছে কলেজ পরিচালনা কমিটি। বাগধা স্কুল এ্যান্ড কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চলতি বছর ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের কেকে কেটে উৎযাপন করতে বাগধা স্কুল এ্যান্ড কলেজর শিক্ষার্থী একটি কেক ক্রয় করে। ওই কেকেটি অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া ১৬ মার্চ বিকেলে তার বাড়ি নিয়ে যায়। অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশত বর্ষের কেকে না কেটে নিজ ঘরে কেক আটক রেখে তিনি ঢাকায় চলে যান। তিনি ঢাকায় চলে যাবার কারনে শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকগনসহ স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই ঘটনার কারেন সোমবার বিকেলে কলেজ সভাপতি ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১২জন সদস্যর মধ্যে অধ্যক্ষ আব্দুর রহমানসহ ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। ১১জন সদস্যর মধ্যে ১০জন সদস্যের মতামতের প্রেক্ষিতে অধ্যক্ষ জামাত নেতা আব্দুর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সভায় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উপেন্দ্র নাথ বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব প্রদান করে ম্যানেজিং কমিটি।

আরও খবর

Sponsered content

Powered by