আন্তর্জাতিক

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২২ , ৪:৫৪:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে আজ রবিবার (৩ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি জাতীয় পরিষদ (পার্লামেন্টের নিম্নকক্ষ) ভেঙে দিয়েছেন। এর ফলে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানের অনুচ্ছেদ ৫–এর বিরোধী আখ্যা দিয়ে তা নাকচ করে দেন কাসিম খান। এর পরপরই জাতীয় পরিষদ ভেঙে দিতে প্রেসিডেন্টকে সুপারিশ করেন ইমরান। সংবিধানের ওই ধারায় বলা হয়েছে- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব।

স্থানীয় সময় আজ বেলা সাড়ে ১১টায় আলোচিত এই অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আধ ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয় দেশটির বিরোধীদল। আকস্মিক অধিবেশন ভেঙে দেওয়ায় বিরোধীদলের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে।

এর আগে অনাস্থা ভোটে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়েই অধিবশনে অংশ নেন বিরোধী আইনপ্রণেতারা। অনাস্থা ভোটে ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭২ ভোট প্রয়োজন ছিল বিরোধীদের। পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেত্রী ও দলটির মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেবের দেওয়া তথ্য অনুযায়ী, অনাস্থা প্রস্তাবে ১৭৪ আইনপ্রণেতার সমর্থন ছিল।

অনাস্থা প্রস্তাব বাতিলের পর ইমরান জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ডেপুটি স্পিকার বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছেন।

তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রীদের জনগণের কাছে যাওয়া উচিত এবং নির্বাচন হওয়া উচিত; জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় চায়।

অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো।

আরও খবর

Sponsered content

Powered by