চট্টগ্রাম

মিরসরাইয়ে বন্যা দূর্গতদের মধ্যে আসলাম চৌধুরীর খাবার বিতরণ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৮:০৫:২২ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে বন্যা দূর্গতদের মধ্যে আসলাম চৌধুরীর খাবার বিতরণ

বন্যা কবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (২৪ আগস্ট) সকালে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এবং করেরহাট ও তার আশেপাশের এলাকায় প্রায় ২০হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান, কাজী মোঃ সালাহউদ্দিন, গাজী নিজাম উদ্দিন, কাজী মোঃ মহিউদ্দিন, দিদারুল আলম মিয়াজী, জাহিদুল ইসলাম, মোঃ মোরসালিন, ফজলুল করিম চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ সেলিম উদ্দিন।

এসময় আসলাম চৌধুরী বলেন, মানুষের বিপদ আপদে এগিয়ে আসার চেয়ে বড় মানবিকতা আর নেই। দেশের এমন দুঃসময়ে যার যার অবস্থান থেকে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে, তবেই বিপদগ্রস্থরা সাহস পাবে, মনোবল হারাবেনা।

দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসলে এ বিপদ মোকাবেলা করা কঠিন নয়। বন্যাক্রান্তদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আরও খবর

Sponsered content