শিক্ষা

২৪-২৯ অক্টোবর টেলিভিশন ক্লাস বন্ধ

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ১:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের টেলিভিশন ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে যথারীতি সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে ক্লাস বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করে আসছে।

দুর্গাপূজা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লিখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।

১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by