ঢাকা

মির্জাপুরে অগ্নিকান্ডে মাদরাসা ভবনসহ ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ৬ মার্চ ২০২৫ , ৩:৩৬:২১ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে অগ্নিকান্ডে মাদরাসা ভবনসহ ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল নামের একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার একটি টিনশেড ভবন, কম্পিউটার, বই, আসবাবপত্র ও নগদ টাকাসহ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি কক্ষে আগুন জ্বলতে দেখে শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষকদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে রাত ১টার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মাদ্রাসার বড় একটি টিনশেড ভবন, বই, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, রাত ১টার দিকে খবর পেয়ে স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content