চট্টগ্রাম

কুমিল্লায় পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনকে কুপিয়ে জখম

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ১২:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের পাশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর জখম ব্যক্তির নাম মহসিন। তিনি একই এলাকার বাসিন্দা।  তিনি কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের সমর্থক।

এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়।  তার অবস্থা আশঙ্কাজনক।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি।  এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০প্রার্থী এবং তিনটি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী।

আরও খবর

Sponsered content

Powered by