ঢাকা

মির্জাপুরে নদীর পাড় কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর,টাঙ্গাইল ১৬ জানুয়ারি ২০২৫ , ৬:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে নদীর পাড় কাটায় দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে রাতের আধারে নদী তীর থেকে মাটিকাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ী কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

বুধবার রাতে সদরের বংশাই নদীর ত্রিমোহন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন।  এসময় মাটি ভর্তি ট্রাকসহ রবিন মিয়া ও মোসলেম উদ্দিন নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content