চট্টগ্রাম

দোহাজারী শাহী মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৩১:৪১ প্রিন্ট সংস্করণ

দোহাজারী শাহী মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে দুইশ বছরের পুরনো দোহাজারী শাহী জামে মসজিদটি আধুনিকভাবে পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ-উপলক্ষ্যে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ.), দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, মসজিদটির খতিব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি (মা.জি.আ.), পৌর কাউন্সিলর ও দোহাজারী পৌরসভা আ.লীগ সহ-সভাপতি মোহা. শাহ্ আলম, নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ মোজাম্মেল।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য কামরুল হাসান মিন্টুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক এসএম নাসির উদ্দিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এমএ রাজ্জাক রাজ, সদস্য এমএ মোনাফ, আনিসুর রহমান, নাজিম উদ্দীন, আরিফুল ইসলাম সুমন, আলী আজম লিটন, হেলাল মাহমুদ, খাইরুল ইসলাম, নুরুদ্দীন প্রমূখ।

উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by