ঢাকা

মুকসুদপুরে মাদক বিরোধী সামাজিক আন্দোলন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ৬:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ

মুকসুদপুর ( গোপালগঞ্জ ) :

আজ সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বার্টিকামারী স্কুল ও কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী এক সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ইমাম রাজি টুলু, উপজেলা নির্বাহী অফিসার অফিসার মূকসুদপুর, গোপালগঞ্জ । অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় তুলে ধরেন বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি , নাট্যকার ও কলামিষ্ট , বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মাদারীপুর জেলা শিক্ষক ইউনিয়নের সভাপতি এ কে আজাদ । বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি সভায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ তৌহিদুল হক বকুল, সাবেক অধ্যক্ষ মুকসুদপুর কলেজ , উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ সাইদুল ইসলাম, মোঃ জনাব আব্দুল আজিজ মোল্লা সাবেক শিক্ষক বাটিকামারী উচ্চ বিদ্যালয় ও কলেজ , শাহ মুহাম্মদ সিরাজদৌল্লা বাবু ফকির । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনীল শিল্পীগোষ্ঠী বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ‌ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির আঞ্চলিক কর্মকর্তা অধ্যাপক মিজানুর রহমান । অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ ও উন্মুক্ত পাঠাগার বাটিকামারি । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয় । কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এজাজ আহমেদ। বক্তাগণ মাদক বিরোধী এই সমাবেশে সমাজ থেকে মাদক নির্মূলের জন্য সামাজিক আন্দোলনের ঘোষণা দেন । এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে । স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাদক বিরোধী এই সমাবেশে অংশগ্রহণ করেন । সমাবেশ শেষে একটি বিশাল রেলি প্রদর্শিত হয় ।

 

আরও খবর

Sponsered content

Powered by