বাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই হেফাজতের নাশকতা: বেনজীর

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৭:৪০:০১ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

বিতর্ক এড়াতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অন-স্পটে ছিলেন না। বুধবার (৩১ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হরতালে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই হেফাজতে ইসলামের এ নাশকতা। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, হামলাকারী ও নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পুলিশপ্রধান বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেয়া হয়নি বিষয়টি এমন নয়, যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে। যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

দেশের বেশ কয়েকটি জেলায় হেফাজতে ইসলামের একাধিক সহিংস ঘটনায় কমপক্ষে ৩৪টি মামলায় ৩০০ চিহ্নিত ব্যক্তিসহ প্রায় ২০ হাজার লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে কোনো মামলায় হেফাজতের শীর্ষ নেতাদের আসামি করা হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by