দেশজুড়ে

সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ ৬ জন কে গ্রেফতার করেছে র‌্যাব

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ ৬ জন কে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাব-১২’র সিরাজগঞ্জ সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন গোদাগাড়ী গাড়াবেড় গ্রামস্থ মৃত আশাদুল ইসলামের বসতবাড়ির টিনের ঘরের ভিতরে অভিযান চালিয়ে অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ০৬ জনকে গ্রেফতার করেছে। এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রবিউল হাসান (২১), পিতা-মৃত আশাদুল ইসলাম,মোঃ ফেরদৌস আলী (২৭), ৩। মোঃ রাসেল রানা (২৩), উভয় পিতা-মোঃ সোলায়মান হোসেন, সর্বসাং-গোদাগাড়ী গাড়াবেড়, পোঃ শিমুলদাইড়, মোঃ রায়হান কবির (২৮), পিতা-মৃত মতিউর রহমান, সাং-বিলচতল,পোঃ ঢেকিরিয়া বাজার, ইউনিয়ন-মাইজবাড়ী, মোঃ সুইট রেজা (২৬), পিতা-মোঃ হাছেন আলী, মোঃ ইলিয়াস উদ্দিন (৩৬), পিতা-মৃত ইব্রাহিম হোসেন,উভয় সাং-মাইজবাড়ী, পোঃ মাইজবাড়ি, সর্বথানা কাজিপুর জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক সূত্রে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদনবিহীন / অবৈধ ঘোষণাকৃত বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো, যেমন,(1xbet,melbet, bet365, betwinner ইত্যাদি পরিচালনা করে আসছিল।

উক্ত সাইটগুলো পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে অনুনোমোদিত e-transection ব্যবসা করে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by