দেশজুড়ে

মুকসুদপুরে ৩ হাজার কর্মহীন পরিবারের বাড়ীতে ফারুক খান এম,পি’র পক্ষে খাদ্যসামগ্রী বিতরন

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৪:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান  এলাকার সকলকে ধৈর্য্য সহকারে নিজের ঘরের মধ্যে থাকতে এবং অযথা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোন বিবাদে জড়িয়ে না পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান তার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা হিসেবে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন সহ মোট ২৪টি ইউনিয়নে তার নির্বাচনী এলাকায় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১টি সাবান  প্রায় ৩ হাজার অসহায়,অসচ্ছল ও কর্মহীন পরিবারের মধ্যে গত শনিবার, রবিবার ও সোমবার (৪, ৫ ও ৬ এপ্রিল) তিনদিন ব্যাপী স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দদের মাধ্যমে বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরন কার্যত্রæমের শুভ সূচনা করেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. মোঃ আতিকুর রহমান মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার। এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, সহসভাপতি শাহ আকরাম হোসেন জাফর, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক এম. মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, দপ্তর সম্পাদক সুনিল কুমার মন্ডল, প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের তনয়া, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক উপ- কমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহবায়ক কানতারা খান।
 

আরও খবর

Sponsered content

Powered by